Thursday, October 1, 2015

হাতে-হাত রেখে একটু হাঁটি
---------------------------------------------
চলো হাতে-হাত রেখে একটু হাঁটি ময়ূরাক্ষী নদী’র তীর ধরে
হিম-হিম রাতের লজ্জা উষ্ণতায় ঢেকে দিয়ে আমরা দু’জন
এক টুকরো সবুজ উষ্ণতায় স্বপ্নের ভেতরে যেন ঠিকানা খুঁজি,
ঐ নদী আমার চোখের দিকে তাকাতে পারে না প্রেমের আলিঙ্গনে ।

আকাশ কাঁদুক অনিমেষে অথবা- চন্দ্র বিঁছিয়ে যাক আলগোছে
রুপোলী মায়ার জালে চলো হাতে-হাত রেখে একটু হাঁটি এ পথে
ভারী অদ্ভুত তবু অদম্য আলোর ঝলক স্পর্শ করে মায়াবী মন
শরীরে রেশমি কাপড় চড়ায়ে উষ্ণ অনুভূতি,সমুদ্রের জলে ভেজা ।
পূর্ণ-পূর্ণিমা রাতে জোছনার মেলায় চলো হাতে-হাত রেখে একটু হাঁটি
তক্ষক হয়তো ডেকেই যাবে; প্রহরে-প্রহরে তবুও রাত হবে ধীরে- ধীরে
হৃদয় গহনে ঘোরে স্মৃতির স্রোত। হায় যৌবন, ভালোবাসার কাঙালি হয়
চারদিকে বয়ে গেছে শুনশান প্রাচীনতম ময়ূরাক্ষী নদ-নদী প্রেমের জোয়ারে ।
ইথারের দুর শব্দে বাতাসে বাঁজে তার ধ্বনি রিনরিনে এক সুমধুর সুর শুনি
আমি কান পেতে শুনি ভালবাসায় আর ভাললাগার পরম আবেগে সময়
শেষ রাতের শিশির ঝকমক করে উত্তরের ঝিরিঝিরি হিমেল হাওয়ায় এ পথ
কাঁপন ধরায় আমার শরীরে ,লাজুক হেসে বলে চলো হাতে-হাত রেখে একটু হাঁটি ।
সরু অলি-গলি- মাকড়সার জাল ছোট্ট ছোট্ট নীল কুটির,জোছনা করে হেলাফেলা-
তলিয়ে যাই আমি, ভালবাসার ময়ূরাক্ষী নদী’র শীতল জলে বাতাসে ভাসে যেথা,
রজনী গন্ধার সুবাশ গায়ে মাখি আলতো হেসে আমার আমি’র নিজস্ব পৃথিবীতে
চলো হাতে-হাত রেখে একটু হাঁটি ময়ূরাক্ষী নদী’র তীর ধরে স্বপ্নের অরন্যের সাথে ।

0 comments:

Post a Comment