Thursday, October 8, 2015

নিঝুম দ্বীপ


-----------------------------------
তোমাদের সমুদ্র সম হৃদয়ে আমি নিঝুম দ্বীপের প্রেম
যেখানে শান্ত জলরাশি নিবিড় মায়ায় ডাকে প্রাণের তরে ।
হিমালয়ের বিন্দু বিন্দু জলের পলি কনায় ভেসে আসে মমতা
ক্ষণকাল নদী মোহনা পেরিয়ে জল সমুদ্রে বাঁধে নিয়মের সংসার ।
ধ্যানের সুরভি মেখে হাঁটি সবুজ কেওরা বনে বলগা হরিণের সাথে
খুঁজে পাই তোমার সমুদ্র বুকে বিস্তৃত শাখা-প্রশাখার ডুবচর প্রেম!
আমি রাধা নই শ্যাম কেউ চাইনা শুধু বিবিধ নিয়মে সমুদ্রের দ্বীপ বালিকা
আমার চার দিক থই থই জল রাশি আমি যেন তোমার বুকেই সেই দ্বীপ
প্রেমময় প্রতিটি পলিমাটিতে লিখে যাই জীবনের বহমান সূত্রমালা
ভাঙ্গা গড়া জীবনে ভরসা শুধু বিধানের নিয়ম ভেঙে গড়ি নিঝুম দ্বীপ ।
জিবনের তোমাকে ভেবে ভেবে সূত্রের বিন্যাসে লাগে অসীমের ঢেউ
তোমার প্রেমে সমুদ্র বালিকার মন দুলে ওঠে অবেগর সাথে ব্যাকুলতায়
হয়ত বাতাসে পাল হয়ে বেসামাল নৌকায় লাগে দোলা আমার
শসমুদ্র বিশাল লোনা খেলা জলে জেগে ওঠে অপার মহিমায় নিঝুম দ্বীপ ।
সমুদ্র মন্থনের পর উঠে আসা যতো সুন্দর তার সব চেয়ে দেখ এ দ্বীপে
শুধু প্রগাঢ় নীল আমি সমুদ্রের সেই নীল পানে নীলকণ্ঠ নিঝুম বালিকা
আলোর আধারে সমুদ্রের মাঝে নক্ষত্রের রাতে মাতাল ঘোরে চেয়ে থাকি
অচেনা হয় যদি, তোমারে চিনিতে চিনিতে আবার শীতল জলে ভাসি
সমুদ্র তোমার জন্য সমস্ত গোলাপের পাপড়ি আমার আচলে রাখি তোমার জন্য
বেলা যায় জীবনের ঢেউ তোলে দ্বীপ বালিকা কিছুই জানে নাকো কেউ !
যে শিশির চলে গেছে সিঁদুর-সূর্য নিয়ে নিদারুণ মাহা কালের পথে সমুদ্র পথে
তার তরে অচেনা জনপদের নিঝুম দ্বীপ কেন জাগে অচেনা ঢেউ !

0 comments:

Post a Comment