Tuesday, January 27, 2015

ঘুমহীন নক্ষত্রের রাত




অসংখ্য ঘুমহীন নক্ষত্রের আর চাদের সাথে রাত জেগে আছি
সেই ধুলো পরা ডায়রিতে হারিয়ে যাওয়া ইতিহাস পড়ছি ।
জিবন পরিবর্তনের দমকা হাওয়ায় অরন্য হয়েছে অট্টালিকা
আমি বদলাইনি এতটুকু ,তুমি মনে রেখ স্বপ্নেরা মরে না কখনো!!

ফেরারি মন যদি  দুজন দুজনার ঠিকানা খুজে নেয় খেয়া ঘাটে
ঠিক দেখবে আকাশ সাজবে মেঘে মেঘে ঝরবে বৃষ্টি অঝরে
চাঁদ খুজে পাবে মেঘের লোকো চুরি আর সূর্য পাবে অনন্ত দিন
হৃদয় খুজে পাবে প্রেম আর জীবন পাবে পবিত্র বিশুদ্ধ নিঃশ্বাস ।

অপূর্ণের সংকীর্ণ পূর্ণ স্রোতের একতারার সূর একতালে
ছিনিয়ে নেবে জিবনের সকল চাওয়া পাওয়া আপন ভুবনে
ভাসিয়ে দেবে ঝরে পরা আশু তোমার মধুর ছোঁয়াতে জীবন
বেঁচে থাকার অনেক পাবে ঠিকানা তোমার ফিরে আসা বুকে।

ভালোবাসার মতো এখন আর পিছু ফেরাতে পারে না কেউ
শুধু বেঁচে থাকা, ঝুলে থাকা,অবকাশ নেই কিম্বা প্রশ্নই ওঠে না !
তিলে তিলে জমে ওঠে আশু, কেঁপে ওঠে তরঙ্গ অনিদ্রা চোখের পাতায়
কেমন আলস্যে আমি শুয়ে থেকে চাঁদ দেখি আকাশে তোমার আশায়।


2 comments:

MOHAMMED ZAKARIA DXN said...

ব্লগটা চোখে পড়ল অনেক দেরীতে। ভাল লাগার আবেশ নিয়ে ঘুরে গেলাম। নিরন্তর চর্চা চলুক মানবতামুখী লেখায় লেখনী জগতে। শুভ কামনা রইন।

সেলিনা জাহান প্রিয়া said...

থ্যাংকস

Post a Comment