Saturday, January 31, 2015

-জ্বী হুজুর সোনার বাংলাদেশ

-জ্বী হুজুর সোনার বাংলাদেশ
বড় শীত করেছে , মন্ত্রী মহাসয়
-জ্বী হুজুর ।
-আকাশটাও মেঘাচ্ছন্ন ।
-জ্বী হুজুর ।
-দেশে উন্নায়নের চাঁদ দেখা যায় ।
-জ্বী হুজুর ।
-বাংলাদেশ তো এখন শান্ত,
-জ্বী হুজুর । একদম আমাদের পাহাড়ী অঞ্চলের মত শান্ত । আপনার পুষ্যাবাহিনী টহল দেয় সবসময়
। খুন ধর্ষণ হয়ার কোন চান্সই নাই ।
-ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন বেশ, তাই না এ
-জ্বী হুজুর । এটা দরকার ।
। বিদ্যুৎ কেন্দ্র, কয়লা চুল্লী সবই হবে । তবে এইবারের ঝাঁকিটা সামাল দিয়ে উঠি আগে । তেল কেলেঙ্কারি বিষয়টা খুব খারাপ দেখাচ্ছে ।
-জ্বী হুজুর । যাই করেন কোন সমস্যা নাই । এইদেশের মরা পাবলিক জাগবে না কোনদিন ।
-আরও একবার বিদ্যুতের দাম বাড়ালাম । হাহাহা !!!!
-জ্বী হুজুর । বিদ্যুতের দাম বাড়ানো দরকার ছিল । রাত্রিবেলা লোকজন লাইট জ্বলিয়েই ঘুমাই । এখন আর তা করবে না । অপচয় কমবে । আপনারা খুবই ধূর্ত ! এদেশের ভোদাই জনগণকে বেশ ভালভাবেই শাসন করে যাচ্ছেন ।
-শীত খুব পড়েছে, তাই না মন্ত্রী মহুদয় ?
-জ্বী হুজুর !

0 comments:

Post a Comment