Saturday, January 31, 2015

আজ আশু নেই

নয়নে তোমার আজ আশু নেই আছে শুধু অনল
যে অনলে তুমি জ্বলে জ্বলে সাজাও আপন আঙ্গিনা ।
আমার বীণা নয়নও জলে শীতল তরঙ্গে কাঁদছে
আলেয়ার আলো প্রেমও জেনে নয়ন তারে আঁকছে।
যে আশু ঝরে আমার কাজল কালো নয়নে
সেই আশুই জ্বলে আমারও হৃদয় মন্দিরে ঘরে।
আমার আরশি নগর এক নয়নের পড়শি বাড়ী
আমি দেখিলাম তারে,আমার নয়নে আশু হয়ে ঝরে
আমার সবুজ অরন্যে তুমি এলে কোন অনল জ্বেলে
আমার বলার শেষ কথা শুধু নয়নে আশু ঝরালে ।

0 comments:

Post a Comment