Wednesday, June 17, 2015

ভাই সমাচার....................................


স্যার ক্লাসে এসে বলল দিদার তোমার ভাই তোমার নামে বিচার দিয়েছে
দিদারঃ কোন ভাই স্যার ?
স্যারঃ কোন ভাই মানে ? ভাই কত প্রকার বল??
দিদার: স্যার ভাই দুই প্রকার ১। আপন ভাই ২ ।সৎ ভাই
স্যারঃ হাহ! ভাই নাকি দুই প্রকার???
মফিজঃ তুমি বলো তো ভা্ই কত প্রকার??
মফিজ: ভাইয়া তিন প্রকার , ১। আপন ভাই ২।সৎ ভাই ৩। অসৎ ভাই
স্যার: :u অই তোরা একে একে ভাই কত প্রকার বলতো ??
জলিল: ভাই চার প্রকার , ১। আপন ভাই ২। সৎ ভাই ৩। অসৎ ভাই ৪। দুলাভাই
সুমনঃ ভাই পাঁচ প্রকার ১। আপন ভাই ২। সৎ ভাই ৩। অসৎ ভাই ৪। দুলাভাই
৫।দাদা ভাই
স্যার: আক্কাস তুই বল ভাই কত প্রকার?
আক্কাস: ভাই সাত প্রকার , ১। আপন ভাই ২।সৎ ভাই ৩। অসৎ ভাই ৪।
দুলাভাই ৫। দাদা ভাই ৬। চাচাতো ভাই ৭। ফুফাত ভাই
রনিঃ স্যার ভাই ৮ প্রকার -১। আপন ভাই ২।সৎ ভাই ৩। অসৎ ভাই ৪।
দুলাভাই ৫। দাদা ভাই ৬। চাচাতো ভাই ৭। ফুফাত ভাই
৮।মামাতো ভাই ৮। খালাতো ভাই।
সামাদঃস্যার ভাই ৯ প্রকার -১। আপন ভাই ২।সৎ ভাই ৩। অসৎ ভাই ৪।
দুলাভাই ৫। দাদা ভাই ৬। চাচাতো ভাই ৭। ফুফাত ভাই
৮।মামাতো ভাই ৯। খালাতো ভাই।
স্যার: জব্বার তুই বল ভাই কত প্রকার?
জব্বার: ভাই দশ প্রকার , ১। আপন ভাই ২।সৎ ভাই ৩। অসৎ ভাই ৪।
দুলাভাই ৫। দাদা ভাই ৬। চাচাতো ভাই ৭। ফুফাত ভাই
৮।মামাতো ভাই ৯। খালাতো ভাই। ভাইরা ভাই
বল্টু: ভাই অনেক প্রকার , ১। রুবেল ভাই ২।
সাকিব ভাই ৩। যদু ভাই ৪। মধু ভাই............ ......
স্যার: থাম ! থাম!!! (বুকে চাপ দিয়া)
রতন : স্যার আরেকটা ভাইয়ের কথা মনে পড়ছে
সেইটা হইলো – শ্যালার ভাই। উদাহরণ আমাদের
পাশ্ববর্তী দেশ ইন্ডিয়া।

0 comments:

Post a Comment