Thursday, June 18, 2015

ভাবি মনে মনে


চাইবো শুধু দু'টো জিনিস যদি তুমি পারো দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে পরবো !
দিন যত হোল গোলাপ ততটাই ঝরেছে বাগানে
আজ জানতে চাই তোমার কাছে ভেজা চোখে ,
যেদিন আর গোলাপ ফোটবেনা বাগানে
সেই দিনও থাকবে কি তুমি এখানে এভাবে !
সাদা রঙের স্বপ্ন গুলো স্বপ্নিল কোন রাতে
কেঁদে কেঁদে ক্লান্ত মনের ভিতর পাঁজর ছুঁয়ে ।
চোখের আঙ্গিনায় এখনো জোছনা ছড়ায় আলো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ?
এখনো কি পুরনো চিঠি পড়ে নয়ন ভেজাও অভিমানে
এখনো কি বিকেলের রোদ গল্প বলে তোমার কানে কানে
বাতাসে কান পেতে থাকি এই বুঝি ডাকছ তুমি নাম ধরে
আছি এই তো আনন্দ, এই আনন্দের কাছে এই দ্বীপান্তর
এই মেঘ, এই ঝুম বৃষ্টি, এই শিশিরের শব্দের জন্য
আমি সহস্র বছরের বেঁচে থাকতে চাই তোমার বুকে।
এই যে মুহূর্তে, এই যে দাঁড়িয়ে থাকা কাজল চোখে
হাল্‌কা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিনের তরে ।
অনুভবে বুঝে নিও তোমায় কতটা ভালোবাসি
ঘুম ভাঙা প্রহরে অকারনেই তোমায় ভাবি মনে মনে ।

0 comments:

Post a Comment