Friday, June 19, 2015

পুত্রের ভালবাসা পিতার জন্য ( অনু গল্প)


----------------------------------------------- সেলিনা জাহান প্রিয়া
ছেলেঃ বাবা তুমি রোজা রাখ কেন ?
বাবাঃ আল্লাহর হুকুম । এটা ফরজ ।
ছেলেঃ বাবা রোজা ফরজ আর নামাজ ও ফরজ । তাহালে তুমি শুক্র বারে মাঝে
মাঝে নামজ পড় । তাহালে তুমি তো প্রতিদিন অনেক ফরজ বাদ দাও ।
বাবাঃ কাজের চাপে নামাজ পড়তে পারি না ।
ছেলেঃ তাহালে খুদা লাগলেও কি তুমি রোজা ভাঙ্গাবে ।
বাবাঃ না ভাংবনা
ছেলেঃ একটা কথা বলি । তুমি যে আমাদের জন্য এত দামি ইফতার কেন এটা কি
ইসলামের বিধান । কারন আমার অনেক সজন রা তা কিনতে পারে না।
খেতে পারে না । তুমি কি এসব কিনার সময় তাদের কথা ভাব ।
বাবাঃ না আমি তো ভাবি না ।
ছেলেঃ বাবা তোমার অনেক টাকা ব্যাংকে রেখেছ তা থেকে তুমি মাসিক অনেক টাকা
পাও । বাবা তুমি কি জান ইসলামে রিজেক হালাল না হলে ইবাদত হালাল না ?
বাবাঃ দেখ পুত্র তুমি আমার সন্তান তোমার কাছ থেকে কি আমাকে ইসলাম সিখতে
হবে । আমি কি হালাল হারাম বুঝি না। আমি তো মসজিদে মাদ্রাসায় অনেক
দান করি তুমি কি তা দেখ না ।
ছেলেঃ বাবা তুমি কেন আমার কাছ থেকে ইসলাম সিখবে । ইসলাম শিখার জন্য
ইসলামের ইমামদের কাছ থেকে জ্ঞান নিতে হবে যারা তোমাকে আল কুরান
ও ছহি হাদিস অনুসারে জীবন বিদান সিখাবে ।
বাবাঃ দেখ না আজ কাল ইসলামের ইমাম রা কত ভাগে বিভক্ত ।
ছেলেঃ না বাবা ইসলাম আল কুরান মতে চলে তবে তুমি যে বিভক্ত দেখছ তা কিন্তু
আল কুরান ও হাদিস মতে বিরোধ না । এটা তাদের ব্যপার তাই বলে কি
তুমি ইসলামের কাজ করবেনা । তুমি আল কুরান আর হাদিস অনুসরণ কর
। কোন ব্যাক্তি কে না ।

বাবাঃ এত জেনে কি হবে পুত্র আমার ?
ছেলেঃ আচ্ছা বাবা ধর আমার এখন রক্ত লাগবে । রক্ত না হলে আমি বাচব না ।
তুমি অনেক কষ্ট করে কিছু মানুষ আনলে আমাকে রক্ত দেয়ার জন্য । ওরা
টাকার বিনিময়ে রক্ত দিবে । তুমি অনেক টাকা দিয়ে রক্ত কিনলে । কিন্তু
ওদের দেখলে "আইচ আই ভি এইডস" আছে । তুমি কি সেই আমার জন্য
নিবে?
বাবাঃ অসম্ভব এটা কি নেয়া যাবে । কিছুতেই না ।
ছেলেঃ বাবা হারাম পথে আসা অর্থ ঠিক তেমন । তুমি সুদ খেয়ে কোন দান করলে তা
কোন কাজে আসবে না। ঘুষ খেয়ে নামাজ রোজা যাকাত কিছু হবে না । বাবা
সুদ ও ঘুষ ইসলামে হারাম হারাম ও হারাম । বাবা তুমি হালাল পথে আসো
এটাই পুত্র হয়ে পিতার নিকট ভালবাসা মনে কর ।।

1 comments:

Anonymous said...

Online casino site 2021 - Lucky Club
Online casino site 2021. Play our wide range of casino games including luckyclub slots, blackjack, roulette, slots, baccarat, live games and more.

Post a Comment