Sunday, June 14, 2015

আবার শেষ থেকে শুরু....


----------------------------------------------------------------
নিঃশব্দে চারিদিক নিশ্চুপ
সময়ের শব্দ শুনা যায়।
মাঝে মাঝে আকাশটা দেখি,
তাতে নীল আর সাদার মেলা।
মাঝে মাঝে স্বপ্ন দেখি,
তাতে অসমাপ্ত দৃশ্য!
মাঝে মাঝে বাস্তবতা দেখি,
তার নির্মম কুৎসিত চেহারা !
একটি মন হারিয়ে গেল
কেউ ছিল না কাছে তার
হারিয়ে যাওয়ার কালে!!
অন্ধকারে হারিয়ে গেল
অতৃপ্ত এক আলো।
ঠোট দুটোয় ছিল যেন
অভিমানের সুর..
অভিমানে চলে গেল
সেই মন অনেক দূর।
হায়! অভাগা মন
কেউ দেখলোনা না
হৃদয় ভাঙ্গা মন !!
এক মুঠো দুঃখে
এক চিলতে কান্না ।
এক মুঠো জীবনে
এক চিলতে চাওয়া ।
এক মুঠো সুখে
এক চিলতে হাসি ।
স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে ।
একটা বাড়ি একটা ছোট ঘর!
চৌকিতে বিছানা বালিশ
আর অগোছালো কাঁথা।
এই হল আমার ঘর
আমার বেঁচে থাকা ।
একাকীত্বের সাথে
অব্যক্ত কথা বলা ।
শুরু থেকে শেষ
আবার শেষ থেকে শুরু....

0 comments:

Post a Comment