Tuesday, April 14, 2015

কথায় বলে হুজুকে বাঙালি (অনু গল্প)


সাহাজালাল বিমান বন্দরের পাশের লেকে এক লোক ঝাকি জাল ফেলছে আর তুলছে !
কওতুহলি জনতা বলছে কি মাছ ধরেন ভাই! আর একজন মশকরা করে বলল কয়টা ইলিশ ধরলেন?
জেলে একটু মুছকি হেসে বললেন ভাই এখন নদীতে ইলিশের চেয়ে সাহাজালালে সোনা বেশি পাওয়া যাই !
তাই ইলিশ ধরে সময় নষ্ট না করে জাল ফেলে সোনা ধরছি ! সুনলাম চোরা কারবারিরা কয়েক মন সোনা নাকি লেকে ফেলে গেছে । এই কথা শুনা মাত্র, সোনার লোভে , সোনার দেশের ,সোনার ছেলেরা,ঝাকে ঝাকে পেন্ট শার্ট কোট টাই লঙ্গি গামছা পরা লোকেরা সেই লেকের নোংরা কাদা পানিতে নামছে সোনার খুজার জন্য ।
কয়েক ঘণ্টার মধ্য আশপাশের সব লেকে হাজার হাজার মানুষের ঢল।
তার পর মিডিয়া পুলিশ আর কত গল্প!! কথায় বলে হুজুকে বাঙালি !!
কার কাছ থেকে শুনল এই লোকের আর কেউ মনে রাখল না।
কিন্তু জেলের ছেলে একটা টেনিস বলে কসটেপ পেছানো ছিল। যা দিয়ে ক্রিকেট খেলত তা পানিতে পরে আর পাচ্ছিল না। তাই জেলে জাল ফেলেছিল ছেলের ক্রিকেট বল মুলত খুজছিল ।

0 comments:

Post a Comment