Sunday, April 19, 2015

অমরত্বের স্বপ্ন

কবিতার ভাঁজে ভাঁজে জারুল কৃষ্ণচূড়া কদম মেলা
কাব্য জন্ম নেয় চায়ের কাপে আদাকুঁচি ভেসে বেড়ায়
বাতাসে গড়ায় কিছু ভাঙ্গা বাদামের খোসা জীবনের মতো
কুরুক্ষেত্র যুদ্ধ ফেরত শেষ অব্ধি ঝরেই যায় সব নিয়তি !!
মধ্যবর্তী ব্যাস্ততায় কাঁচের জানালায় বিদ্যুতের ঝলকানি
টেরাকোটায় প্রত্নতাত্বিক নারীর চিবুক ছুঁয়ে দেয় নিঃশব্দ চাঁদ
শেষ অব্ধি ঝরেই যায় যত বৃক্ষ দেখি চার পাশে কবিতার ভাঁজে
পেঁজা পেঁজা হীম বাতাস কুঁকড়ে আছে নিঃসাড় হাতে পায়ে ।
রাত শেষে আসে ভোরের আভাষ,সচ্ছ আলো রং হঠাৎ শব্দ হারায়
ঈশ্বর আজীবন পর্দার পেছনেই থাকেন নেপথ্যের সেই জীবনে,
মায়াবতী জীবন আর মৃত্যুর মাঝে জাল বোনে বোবা কবিতার ।
পাথরের শহরে টুপ টাপ ঝরে পরে নিঃশব্দ ঘামের ফোঁটা
বিকিয়ে যাওয়াই নিয়তি যখন র্নিমেষে তাকিয়ে ধুধু মরুর মতন
ভালবাসার স্বীকারোক্তিতে ঝুলে থাকে গোপন ইশায় অদৃশ্য খেলায়
মুখ,মুখোশ,আগন্তক আর আততায়ীর নেপথ্যের সেই জীবন আমার।
সেই রক্তরাঙা পথে তোমার পদচিহ্ন রোমের ক্যাপিটোলাইন গিরির মতো
আজও আমার বুক চিরে কথা বলে বুকভরা প্রত্যাশা নিয়ে রক্তরাঙা পথে
প্রেম ও প্রত্যাশার স্বপ্ন সাহিত্য ও সভ্যতার স্বপ্ন সৃষ্টি ও অমরত্বের স্বপ্ন

0 comments:

Post a Comment