Thursday, July 23, 2015

অরন্যের পুস্প বন




তুমি অবাক হবে বলে কাক ডাকা ভোরে ঘুম ভেঙ্গে গিয়েছিল
আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছিল সাদা-কালো মেঘের ভেলা
ভাললাগার হাতছানি-শুধু তুমি আসবে বলেই নামছিল বৃষ্টি
কৃষ্ণচূড়ার ফুলগুলো ফুটেছি-শুধু তোমারই তরে অরন্য ।
মিষ্টি আম, জাম,লিচু, কাঁঠাল তুলে রেখেছিলাম ডালিতে
মনের ছোট আয়োজন- শুধু তুমি আসবে বলেই আমি অবাক
সন্ধার তারাভরা আকাশ দেখে সেজেছিলাম আমি বাসন্তী রানি
পিঠা-পায়েস রেধেছিলাম পরম মমতায় তোমার জন্য অরন্য
আলতা, টিপ, কাঁচের চুড়ি আর নীল শাড়ী স্মিত হেসে ছিলাম
তোমায় দেখাব নীল পরী আর পরীরা পালাবে লজ্জায় আকাশে ।
চোখে-মুখে ভাললাগার মেঘ ছেয়ে থাকবে তোমার হাতের ছোঁয়ায়
শাড়ী,চুড়ি পরেছি, আলতা দিয়েছি পায়ে আর কপালে পরেছি টিপ
বেনীতে জড়িয়েছি বকুল ফুলের মালা, কাজল এঁকে দিয়েছি মায়া চোখে
বুকভরা আশা, কিছু সাজসজ্জা- শুধু তুমি আসবে বলেই আমার অরন্য
তুমি অবাক হবে বলে কাক ডাকা ভোরে ঘুম ভেঙ্গে গিয়েছিল পুস্পের
আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছিল সাদা-কালো মেঘের ভেলা অন্য রকম
সকালের কচি রোদ শুন্যে মিলায়, শালিকের ডানায় ভর করে আসে দুপুর
দুপুরটাকে তাড়িয়ে নেয় সাদা-কালো মেঘ, রাখলের সুরে আসে বিকাল
তাকিয়ে থাকি মেঠো পথ পানে- এইতো তুমি আসবে অরন্য এই পথে
অভিমান ভর করেছে নীল পরীর আকাশে! পুস্প ঝরে যায় অপেক্ষায়
গোধূলী বেলায় ব্যাথা জাগে মনে, সন্ধা তারায় আসে ভেসে বৃষ্টি
কাজল টানা চোখে ঝর্ণা বয়ে যায়, অভিমান জমে ভালবাসায়
সব আশাগুলো শূন্যে মিলায়, একাকীত্ব নামে অরন্যের পুস্প বনে ।

0 comments:

Post a Comment