Sunday, July 19, 2015

অনু গল্প - মতিঝিলের রিক্সা ওয়ালা


------------------------------------------------------
মতিঝিলের ব্যস্ত রাস্তায় একজন ভদ্রলোক
হারামজাদা !! চোখে দেখোস না রিকশা চালানোর সময় !!"
রিকশাচালকের উপরে চড়াও হয়ে গেলেন !!স্যুট টাই পরে অফিস থেকে ফিরছিলেন .এমন সময় এক রিকশার চাকা তার দামি প্যান্টে সামান্য চাকা দিয়ে ধূলা লাগিয়ে দেয় !!
কুত্তার বাচ্চা !! তোর রিকশা চালানো ছুটাবো আজকে !!"
"স্যার !! আমি দেখি নাই, স্যার !!"
স্যুট টাই পরিহিত একজন ভদ্রলোক একজন রিকশাওয়ালা প্রচন্ড জোরে চড় মারছেন, কিল ঘুষি মারছেন ... খুবই ইন্টারেস্টিং দৃশ্য ... অনেক মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ ঠেকাতে যাচ্ছে না !!
ব্যস্ত রাস্তায় অনেক আওয়াজ ...রিকশাওয়ালার গায়ের রং কালো ... তাই আকবর ভদ্র লোকের হাতের ছাপ পড়ে নি গালে !!
"যা এইখান থেকে ... এই এলাকা ছাইড়া যা শু*** বাচ্চা !!"
রিকশাওয়ালা দ্রুত রিকশা নিয়ে চলে গেলেন বাংলাদেশ ব্যাংক এর সামনে সেখান থেকে ..
ভদ্র লোক গরম মাথায় যখন রাস্তা পার হতে লাগলো এমন সময় একটা একটা মটর সাইকেল ধাক্কা দেয় ছিতকে পাশের ড্রেনে পরে একদম পা ভেঙে জায় । মটর সাইকেল খুব দ্রত চলে যায়।
লোক জন ধরা ধরি করে ঐ আগের রিক্সায় তুলে দেয় । ভদ্র লোক তার বউ কে ইসলামি ব্যাংক হাস পাতালে বলে । সাজান পুর থেকে বউ হাসপাতালের সামনে অপেক্ষা করতে থাকে এমন সময় । রিক্সা ওলা তাকে খুব যত্ন করে নাময় । কুলে করে
জরুরী বিভাগে নেয় ।
ভদ্র লোক অবাক হয়ে দেখে সেই রিক্সা ওয়ালা । ভাড়া না নিয়ে চলে গেল ।
যাওয়ার সময় বলল , স্যার স্যুট টাই পড়লে মানুষ মানুষ হয় না । মানুষ হতে হলে মন বড় হতে হয় ।

বিঃ দ্রঃ- একটি সত্য ঘটনা অবলম্বনে..................।

0 comments:

Post a Comment