Tuesday, May 12, 2015

আশ্চর্য তবু জীবন ..........................................।।



জগতে কে আছে বলো
কে তোমায় করবে ধন্য?
রোজকার বেচাকেনার হাটে
না ভেবে পন্য ।

মানুষ সৃষ্টি করেছেন যিনি
তিনিই করেছেন অর্থের সৃষ্টি
ব্যবধানের চূড়ায় যে রীতিনীতি
সে কেবল মানুষেরি সৃষ্টি ।

তোমরা যে বল দিবস রজনি,
ভালবাসি ভালবাসি
ভালবাসা কারে কয়
আসলেই কারে কয়?

সে'ই জানে যার ভালবাসা হয়
সেকি কেবলি যাতনাময়।
সেকি কেবলই চোখের জল?
সেকি কেবলই দুখের শ্বাস?

জীবন যে এক অর্থহীন তরী
বাধিয়া রাখিবার নাই তার শক্তি
বিধাতার প্রতি রাখিয়ো ভক্তি
কল্যানশ্রমে হইয়ো ব্রতী ।

চোখ মেলিয়া তাকাও এবার
জীবনের মানে খুঁজো না আর;
যতই খুঁঁজিতে চাইবে ততই তুমি
হইবে দু:খী
....আশ্চর্য তবু আমরা জীবন ভালোবাসি

0 comments:

Post a Comment