Wednesday, February 11, 2015

মনপুরার হাঁটে


হৃদয়টা বিক্রি হয় মন পুরার হাঁটে
দাড়ি নাই পাল্লা নাই কে তারে মাপে।
নাগর আসিয়া আড় চোখে মুচকি হাসে
চুলের সিঁথি নরসুন্দরের আয়নাতে দেখে ।
হৃদয়টা নাগরের মন পুরার সচ্ছ জলের ঘাটে
ঘুরিয়া ফিরিয়া নাগর সেই মন পুরায় আসে ।
চোখ তার পরে ছিল কুসুম কমল জলের ঘাটে
সেথায় কলস কাখে কাজল কন্যা জল ভরে ।
জলের সাথে খোলা চুল তার ঢেউ এ খেলা করে
কাঁদা মাটিতে নুপুর পায়ে হাতের চুরি হাসে ।
নাগরের চাহনিতে কন্যার চোখে লাজ লাগে
হৃদয়টা বিক্রি হল জলের দেশ মন পুরার হাঁটে ।
তাইতো নাগর আমার বাঁশি হাঁতে নৌকা নিয়ে
সকাল বিকাল মন পুরার সচ্ছ জলের ঘাটে ।
কাজল কন্যা করে খেলা জল আনার ছলে
হৃদয়টা বিক্রি হয়, মন পুরার সেই হাঁটে।

0 comments:

Post a Comment