Monday, February 9, 2015

দ্রোহের আগুন


আমি দ্রোহের আগুনে পুড়ে আজ করি মহা প্রলয়নের বিদ্রোহ
ঈশানে নামিল ব্জ্র সিডর থই থই ঝুটে আসে সমুদ্র কল্লল
বানের জলে ভাসে শত কোটি মানবতা বঙ্গ জনীর দাহ ঘর
পদ্মা যমুনার জল সেঁচে বিরঙ্গনার হাঁতে সিন্দু পারাবতের কষ্ট
মাঝি নাই জল নাই! নাই কোন নোঙর, অনলে জ্বলে চরা চর
ব্জ্র কণ্ঠ লুটিয়ে কাঁদিয়ে পুত্র কার বেওয়ারিশ লাশ রাজ পথ ?
রক্তে রক্তে আজ রক্তের ক্যানভাসে কাঁদে পটুয়া তুলি হাঁতে
মানবতা ছুটিয়া পালায় চিৎকারে মহাকালের অন্ধকার গহরে ।
মানুষ মানুষ ভেদে আপন পরাপরে নিজেরাই মরে নাগিনীর বিষে
মহা প্রলয়নের বিদ্রোহ দেখি আমি নিরবে আসে যুগান্তরের রথে ।
যুগ যুগান্তর ভেদে মুক্তির মিছিলে রক্ত ঝরে মুক্তিপাগল জনতার
বারুদের আগুনে জ্বলে বারুদ দ্রোহের আগুনে পুড়ে রাজ মুকুট ।
জলেও জ্বলে নামিয়া আসে পাষাণ বুকে বুলেটের শব্দ মিছিল
দ্রোহের আগুনে পাষাণ কাঁদে হাঁত রাখে বুকে শান্তির মিছিলে
রাজ মুকুট রাজ সেপাহি পালায় দ্রোহের আগুনে পুড়ে রাজ পথে
দাবানলের জলন্ত শিখা চেনেনা আপন পর পুড়ে মরে মহলে? তাই
আমি দ্রোহের আগুনে পুড়ে আজ করি মহা প্রলয়নের বিদ্রোহ
জাগিয়ে তুলি ঘুমন্ত ফেরাউদের, নীল দরিয়া করব দু খণ্ডিত ।
অযুত নিযুত ঘুমিয়ে কোটি প্রান, ওরা জাগবে ওরা আসবে
আমি ঠিক শুনিতে পাই শহীদেরা অস্র হাঁতে এখনো ঘুমায় নাই।

0 comments:

Post a Comment