Wednesday, February 4, 2015

লিখব প্রিয়াসুকে



তোমাকে লিখতে চাই আপাদমস্তক বিন্দু বিন্দু ছোঁয়াতে
কেমন করে তোমাকে না পড়ে থাকবে কব্য প্রেমিরা ।
আমি লিখব তোমার রক্তের ফোঁটায় ফোঁটায় লবণাক্ত কব্য
পৃথিবীতে লবণ ছাড়া রাঁধনির ভালবাসার নাই কোন মুল্য।
তোমার কপালে লিখে দিবো খুব গোপনে আমার প্রিয় নাম
চোখ যে দিকেই ফিরাবে,দেখবে বসে লিখছি তোমার নাম ।
আমি এমন করে লিখব তোমাকে কলম কালির ছোঁয়াতে
প্রতিটি লিখা আরব্য রজনীর এক প্রিয়াসির গল্পের রাত।
তোমাকে লিখব জাফ্রানি সুগন্ধি গোলাপের সাদা জলে
যে লিখা পড়বে শিরি ফরহাদ বেদুঈনের কাবিলার তবুতে ।
তোমাকে লিখে লিখে একদিন আমি নিভে যাব শূন্য ঘরে
সারা দুনিয়া পড়ে পড়ে জানবে প্রিয়া ভালবাসে প্রিয়াসুকে ।

0 comments:

Post a Comment