Sunday, February 8, 2015

শেষ চিঠিটা সাদা তোমার জন্য

আমি একবার কেঁদেছিলাম মরু প্রান্তে অঝর ধারায়
বহু কাল পরে দেখি সেখনে সবুজ শ্যামল ছায়ার ঘর
কিছু পাখি কিছু ঘাস ফরিং কিছু অচেনা লতাপাতা
বাহারি ফুল একটি শীতল জলের ক্ষুদ্র টলটলে ধারা ।
আমি হেঁটে গিয়েছিলাম যে পথ দিয়ে আজ দেখি সারি সারি বৃক্ষ
যে পথ দিয়ে ফিরে এসেছিলাম সে পথের পাঁশে গোলাপের বাগান
যে খানে দারিয়ে আকাশ দেখেছিলাম সে খানে আজ আতিথি শালা
যে খানে একদণ্ড বসেছিলাম সেখনে কার জানি একটি মেহেমান খানা
একটি বালিকা আমায় দেখে মিষ্টি হেসে কাছে এসে দুটি চিঠি দিল হাতে
খুব সুন্দর করে লিখা প্রিয়া যদি ভুল করে আসো এ মরু পথে দেখ আমি কে
তোমার ছুঁয়া লাগা এ মরু ভুমি আজ, সবুজে হাসে পাখি খেলে ছায়ায় বসে পথিক,
তোমার জন্য লিখা ভালবাসার প্রথম চিঠি ,আর
শেষ চিঠিটা সাদা তোমার জন্য ?

0 comments:

Post a Comment