Friday, February 27, 2015

হত্যা খুন আর আমারা


আমারা প্রতিদিন কোন না কোন ভাবে খুন হচ্ছি ?
মরণ আসার আগেই আমারা মরছি ।
আমাদের স্বাভাবিক মরার কোন অধিকার কার নাই ।
কিছু মানুষ জন্ম নিয়ার আগেই মায়ের গর্ভে তাকে হত্যা করা হচ্ছে !
কেউ কেউ হত্যা হচ্ছে রাস্তায় গাড়ির চাকায় , কাউকে ফেলে দিচ্ছে হেলপার ।
জমির কাগজের দন্দে কত খুন হত্যা হয় বাংলার গ্রাম থেকে শহরে ।
চর থেকে শহরে জমির জন্য কত খুন দেখি কাগজের পাতায় ।
চাঁদার জন্য খুন । টাকার জন্য খুন । তথ্যের জন্য সাংবাদিক খুন ।
নেতার জন্য কত মায়ের ছেলে খুন । ধর্মের নামে মানুষ খুন ।
লিখার জন্য খুন । পড়ার জন্য খুন । দেখার জন্য খুন ।
অধিকারের জন্য খুন । স্বাধিকারের জন্য খুন।
ভালবাসার জন্য খুন । নেশার জন্য খুন ।
ক্ষমতার পাওয়ার জন্য খুন ।
ক্ষমতায় থাকর জন্য খুন ।
পরকীয়ার জন্য খুন ।
যে কোন কারনে আত্ম হত্যা একটা খুন ।
মিটিং মিছিলে খুন । হরতালে খুন । লঞ্চ ডুবি সেটাও কিন্তু খুন ।
তদন্তে বিচার না হওয়া একটা ফাইল ও খুন ।
কে করবে কার স্বার্থে এত হাজার লক্ষ খুনের বিচার
স্বাধীনতার পর থেকে কত খুনের বিচার আদালতের বারান্দায় নীরবে কাঁদে

0 comments:

Post a Comment