Friday, February 6, 2015

বিবেক পুড়া গনতন্ত্র


কতটা লাশের মুল্য দিতে হবে হে গনতন্ত্র তোমাকে দেখার জন্য,
কতটা মায়ের বুক খালি করে তুমি ফিরে আসবে সবুজের বুকে ,
হে গনতন্ত্র তুমি কি হারিয়ে যেতে চাও নাকি ফিরে আসতে চাও ,
কারন তোমাকে পাওয়ার জন্য রক্ত তোমাকে হারাবার জন্য রক্ত ,
তুমি স্বাধীন পতাকার মাঝে লক্ষ শহীদের বুকের আশার চির স্বপ্ন ।
হে গনতন্ত্র তুমি বিংশশতাব্দীর প্রতিটা মানুষের লালিত স্বপ্ন
তুমি সব ধর্মের সব বর্ণের সাদা কালো সবার মাঝে সমান স্বাধিকার
তোমাকে চাই হে গনতন্ত্র শান্তির জন্য মায়ের জন্য বোনের জন্য
এই মাত্র জন্ম নেয়া সন্তানের জন্য পিতা পুত্র আর আমার ভাইদের জন্য ।
তোমার জন্য আর কত দিতে হবে প্রান বল চুপ হয়ে যাওয়া গনতন্ত্র !!
গনতন্ত্র তুমি কি ভয় পাও বুলেট বোমা , টিয়ার গ্যাস নাকি কারাগার?
গনতন্ত্র তোমার মুল্য কি আগুনে ঝলসানো পিতা পুত্র কন্যা মায়ের লাশ
নাকি নবাবের খাস মহলে শোভা পাওয়া রাত জাগা বন্ধী নর্তকির নাচ
গনতন্ত্র জেগে উঠ ,আলোকিত করো , চাই না চাপিয়ে দেয়া আন্ধকার
মানুষ আর বিবেক পুড়া সমাজে গনতন্ত্র তুমি নির্বাসনে নও একা!!

1 comments:

জাবির said...

ঠিক এরকম ই ।।

Post a Comment