Wednesday, March 11, 2015

বাঁচার ইচ্ছা দুবেলা দুদিন


যদিও বাঁচার জন্য আনন্দ পাই না,
অথচ তোমাকে মনে হলে, মনে হয় বাঁচি কিছুকাল, তোমার জন্য।
মনে হয় বাঁচি কিছু কাল
এই মরার দেশে, দুর্নীতির প্রথম স্থান অধিকার করা দেশে,
বাস করি আরও কিছুকাল-
এই দারিদ্র্যের দেশে ;
কিংবা এই লুটেরা, প্রতারক আর পুঁজিবাদি সাম্রাজ্যে,
তুমি নিবিড় হয়ে আসো সত্তায় আমার
তখন বাঁচতে ‍ইচ্ছে করে!
বাঁচতে ইচ্ছে করে আর দুবেলা, দুরাত দুদিন ।
শহরের ভিতর আমি এক নিঃসঙ্গ কাঙাল বেঁচে থাকি,
দুর্বল পাঁজরের খুঁটিতে ভর দিয়ে ;
জানিনা কখন আসবে পরম ডাক
শেষবেলা আসবে তো দুফোটা জল দিতে মুখে !
ঘরের দরজা এবং জানালা শক্ত করে লাগাই
কেনোনো এখন দিন বড় খারাপ,
দেয়ালেও কান আছে, সরিষায় ভূত থাকে।
কী অরাজক অবস্থা এই ডিজিটাল যুগে
কাকেও বিশ্বাস নেই
ফলত আমি মুখের দুই চোয়াল বন্ধ রাখি
কেন্দ্রিয় ব্যাংকের নিরাপত্তার মতো মোটা শক্ত তালা লাগাই ।
বাঁচার জন্য আনন্দ পাই না কোথাও,
যখন তুমি এসে দাঁড়াও মনের জানালায়, উঁকি দাও ।
তখন বাঁচতে ‍ইচ্ছে করে!
বাঁচতে ইচ্ছে করে আর দুবেলা, দুরাত দুদিন।

0 comments:

Post a Comment