Monday, March 2, 2015

মৌন মায়া


একদিন তুমি আমাকে চেয়েছিলে তোমার আঙিনায়
আমিও চেয়েছিলাম তোমার কাছাকাছি আসতে
সব অতীত ভুলে বর্তমানকে বাঁধতে শক্ত বাঁধনে ।
সময়ের পরিক্রমার তুমি কোথা গেলে জানি না
আমি পড়ে রইলাম না অন্ধকার না আলোর মাঝে
তোমার ছোঁয়া বুক পিঞ্জরে জ্বলে সাঁঝে আশাতে ।
কি করে ভুলেছো তোমার পুরানো দিনগুলি কথা
ওরা কি আসে না কখনও হৃদয়ে দ্বীপ শিখা নিয়ে
জীবনের আঁকা বাঁকা ঢেউয়ে ছড়াতে বকুলের মালায় ?
আমাকে দিয়েছে উপহার- পেছনের সেই দিন গুলি মায়া
আজি আঁচর কেটে হৃদয়ে আনে নিরাশা,হতাশা,বেদনা
রাখিয়া গেছে জীবনের বাকে আলেয়ার আলো খানি!!
সবকিছু কেমনে ভুলে সময়ের পরিক্রমার তুমি ! আর
আমি পারিনি কোন কিছুই ভুলিতে হৃদয় কুটিরে
তবু কিছু স্বপ্ন আজ বুকে টেনে নেয় আগের মতো করে।
দু’ হাত বারিয়েছি- তুমি হাত দু’ টি ধর আপন করে
আমারে তুমি বুকে টেনে নাও- অনুরাগে ভালবেসে
অতীতের সব কিছু- জ্বালাও বর্তমানে প্রদীপ জ্বেলে।
দু’ জনার ছোঁয়ায় বাজিয়া উঠুক দুরন্ত স্বপ্ন গুলো আবিরে
দু’ জনার দৃষ্টি দু’ জনার চোখে কী জানি হয় এই পলকে
প্রেমে অতীত সব কিছু শুধু মৌন হিলোলে খেলা করে ।

0 comments:

Post a Comment