Friday, March 20, 2015

জার্মান শেফার্ড কুকুর( ছোট গল্প)


এক ভদ্র লোক খুব সখ করে একটা জার্মান শেফার্ড কুকুর পালেন ।
কুকুর খুব ভয়ানক দেখতে কিন্তু কুকুর কাউকে দেখে গেউ ঘেউ করে না। শুধু গয়েন্দা পুলিসের মত আচরণ করে । একদিন ভদ্র লোকের বাসায় একটা অনুষ্ঠান যথা রীতি মেহেমান রা আসছে।
কুকুর সবার দিকে নজর রাখছে । ঠিক এই সময় একজন পুলিশ বন্ধু এলো কুকুর এক বার ঘেউ করে পুলিসের দিকে তাকালও । পুলিশ অবশ্য নরপাল পোশাকে ছিল ।
পুলিশ একটু ভয় না পাওয়ার ভান করে চুপ করে সোফায় বসে পরল।
ভদ্রলোকের উকিল ও ডাক্তার বন্ধু কে দেখেও এক দুই বার চোখ লাল করে ঘেউ ঘেউ করে উঠল । যাই হোক শেফার্ড কুকুর সবার নজর কাটল যে একটা শিশুর সামনে সে খুব মায়াবী আচরণ করল । শিশুটির শরীরে পানি পরাতে সে একটা টিস্যুর বক্স কামড় দিয়ে এনে শিশুটির সামনে রাখল ।
অনুষ্ঠান চলছে এমন সময় ভদ্রলোকের বাসায় তার সব চেয়ে প্রিয় বন্ধু বিশিষ্ট রাজনীতিবিদ এলো এমনেই শেফার্ড কুকুর তাকে ঘেউ ঘেউ করে কামড়ে ধরল ।
আর চিৎকার করে ঘেউ ঘেউ ঘেউ করে তার অবস্তা বারটা বাজাল ।
যাই হোক কোন মতে রাজনীতিবিদ কে শেফার্ড কুকুরের হাত থেকে রক্ষা করে হাসপাতালে পাঠাইল ।
তার পরের দিন সে ভদ্রলোক শেফার্ড কুকুরটাকে নিয়ে একজন কুকুর বিশেষজ্ঞের কাছে গেল ।
বিশেষজ্ঞ ভদ্রলোক কে বলল- খুব বড় ধরনের ক্রিমিনাল ছারা এই কুকুর সহজে কাউকে কামরায় না ।
(এটা শুধুই একটা কাল্পনিক গল্প । কে অন্য কিছু মনে করবেন না)

0 comments:

Post a Comment