Saturday, March 14, 2015

যে কখনও ভালোবাসে


কাল কেউটের ফণায় রেখেছিলাম এ কোমল হৃদয়খানি
ভয়ের বিষে স্নান করে সিক্ত বীণে মুগ্ধ নাগিনী যেন সমর্পিত ।
আলোছায়া ঘিরে আছো দাঁড়িয়ে দু’চোখে অনন্ত প্রেমের ক্ষুধা
অমাবশ্যার কালো মেখেছি গায়ে, ঢেকেছি মুখখানি আধারে ।
চলে এসো ফোঁটাবো কাশফুল বেদনার চরে স্বপ্ন কাননে
ফুল ঝরে যায়,বসন্ত উড়ে যায় অচেনা ঝড়ে নুপূরের টানে ।
পথিক হেঁটে যায়, জানে না কোথায় তার শেষ ঠিকানা
বঁধু কেঁদে যায় ভালবাসা হারালো তার পদ্মার ভাঙ্গনে ।
নদী বয়ে যায়, কোথায় যে ভাঙ্গে আর কোথায় গড়ে
হারিও না মাঝি আলেয়ার পথে ছুটে চলা পারে পারে ।
চাঁদ ডুবে যায় হারিয়েছে রুপালি আবেগর বাসনা,
শুকতারা জ্বলে যায় চোখে নেই তার কোন প্রত্যাশার ।
ফিরে এসো সুবাসিত ফুল, ভরে দাও বিবর্ণ আঙিনা
কোথায় যে হারায় কোন অচেনা সুরে ফিরে এসো ।
উড়ে এসো ঘুম ভাঙ্গা গানে জুড়াও প্রাণের যাতনা মোরে
পাখি গেয়ে যায়, গেয়ে যায় আলেয়ার পথে হারিও না প্রিয় ।
অপেক্ষার পাঁপড়ি ঝরিয়ে কেটে গেছে কত নিবিড় রাত্রি
বিজন বনে ফুঁটিয়েছি কতো রাঁধাচূড়া ফুল ভ্রমর ব্যাকুল !
ভরা পূর্নিমায় অঝোর ঝরেছি, আসোনি তো তুমি আঁধারের
সেই এলে যদি পেরিয়ে অশ্রুনদী, হৃদয়ে কেন এত দ্বিধা ।
তুমি সুন্দর যদি নাহি হও তাই বলো কিবা যায় আসে
প্রিয়ার কি রূপ সেই জানে ওগো যে কখনও ভালোবাসে।

,

0 comments:

Post a Comment