Saturday, March 7, 2015

রাজবন্দি ভালবাসি তোমাকে


সময় চলেছে নদীর স্রোতের মত মহাকালের পথে
একদিন সব কিছু নিয়ে হারাবে অন্ধকার মহাশূন্যে
আমারও মন ছুটে চলে অজানা পথে সময় দেখে দেখে
থেমে থাকেনি হাত ঘড়িটা যা দিয়েছিলে ভালবেসে
তাজা গোলাপের পাপড়িগুলো ঝরে পরেছে সময়ে
ঝরে পরেছে একটা একটা করে ইটা সখের দালানের
বেড়ে উঠেছে আঁকাবাকা ফাটলের ফাঙ্গাসগুলো তাতে
আমি চেয়ে থাকি সময়ের বিলীন হওয়া ঘরটা দেখে
সোনারাঙ্গা রোদের ঝিলিকে কপালের কুনে ঘাম ঝরে,
ঝরে পড়েছে ভোরের সব শিশিরকণা হৃদয় উঠুন বেয়ে
সূর্য্যটাও অপেক্ষা করে সময়কে চিনিনা অন্ধ প্রেমের মোহে
চাঁদের আলো দেখিনা যদি সময় যায় জীবন থেকে ফুরিয়ে
রাত এল পরিপাটি কিছু স্বপ্ন নিয়ে ঘুম পালানোর নেশায়
স্বপ্নগুলো পথ চেয়ে থাকেনি বাস্তবতার কঠিন কিছু প্রশ্নে
চিঠিগুলো ঠিকই পৌঁছেছে তোমার ঠিকানায় জেল ঘরে
উত্তর নিয়ে এলোনা শুধু রানার তুমি লিখনি কিছু আমাকে
কপাটদুটো আজও বন্ধ রাজবন্দীর ভালবাসার অপেক্ষায়
দক্ষিণা জানালাটার খুলে চেয়ে থাকি এক পলকে সেই পথে
অপেক্ষা করেছি আমি মুক্ত দেশ চাও তুমি , চাও না আমাকে
জানিনা,এ অপেক্ষার শেষ কোথায় রাজবন্দি।ভালবাসি তোমাকে

0 comments:

Post a Comment