Saturday, March 7, 2015

বৃষ্টি নামছে


খুব ভাল লাগা কেউ দরজায় কড়া নাড়ছে,
বাঁশির ছন্দ সুরে আকস্মিক নাম ধরে ডাকছে
ফুলেরা সব হাসছে, গাছের পাতা নৃত্য করছে,
মুক্ত বাতাসের আনন্দে যেন ভরে উঠেছে ভুবন,
প্রতিক্ষা করছে আমার মন ও আখি বৃষ্টির জন্য ।

ময়ুরের নৃত্য,পালাক্রমে পাখিদের প্রনয়ী,
আকাশে বুক কালো মেঘে আজ অন্ধকারাছন্ন
সর্বত্র যে অন্ধকারে ছেঁয়ে যাচ্ছে তার আগমনে
বিষন্নতায় ভরেছে যে মন বৃষ্টির আগমণে
ক্রমবর্ধমান ব্যাথার যে অন্ধকারে ছেঁয়ে যাচ্ছে।
ঐ দুরে উড়ন্ত পালকের মত মেঘমালা,
বরফ চুম্বনের প্রেমের স্বপ্নে যেন জেগে উঠেছে,
প্রকৃতির বৃষ্টির সৌন্দর্য্যে অতীতের ভুলিয়ে দিয়ে,
বাসনার উষ্ণতা অনুভুতিতে আলিঙ্গন করছে
এ যেন হৃদয়ের মাঝে হাজার বছর ঝরে পরছে ।
শীতল ভেজা গায়ে দরজায় কড়া নাড়ছে,
মেঘের ফাঁকেই আকাশের নিস্তেজ আলো
অবশিষ্ট প্রেমের স্বপ্নে যেন জেগে উঠেছে,
অতীতের স্মৃতিকে মনে করিয়ে দিয়ে,
গভীরতম হৃদয়ের সুখ পূর্ণতায় বৃষ্টি নামছে ।

0 comments:

Post a Comment