Monday, March 2, 2015

যা কখনই ছিল না

যা কখনই ছিল না

তোমার যেটা কখনই ছিল না, সেটা নিয়ে ভেবনা
ভবিষ্যতে থাকবে না এমন টা ভেবেই সামনে যাও,
যা ছিল সেটার জন্য নাই বা সময় নষ্ট করলে আজ ।
তোমার যা আছে সেটার মধ্যে নিজেকে আবিষ্কার কর।
দেখবে তোমার সব আছে, ভালবাস প্রকৃতি ও শিশু কে
চারপাশে সবকিছু আছে একটা বই কিনো পড় উপহার দাও
কোথাও অপূর্ণতা নেই কিছু নিয়ে আসো নাই হারানোর ও নাই
নিজেকে পরিপূর্ণ ভাব, আকাশ বাতাস নদীর আর গাছ দেখ
যদিও সবারই অপূর্ণতা থাকে তাতেও না পাওয়ার সুখ থাকে
অপরদিকে এমন কিছু পেয়েছ যা অন্য কারো নাই ! তা নাই
যা একমাত্র তুমি নিজেই খুজে পেতে পার তোমার অন্তরে
কেউ তোমাকে খুজে দেখাতে পারবে না যা আছে সেই হৃদয়ে।
নিজে আগেও পরিপূর্ণ ছিলে কিন্তু মনের গভীরে তা দেখ নাই
কিন্তু তোমার শিক্ষা এবং জানার গভীরতা কম ছিল হয়তও।
এখন তোমার যেটুকু আছে সেটা খাটি সোনার চেয়ে খাঁটি ।
সেটার কখনও ক্ষয় হবে না বরং তার উজ্জলতা বৃদ্ধি পাবে।

0 comments:

Post a Comment